১১১ প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (২৮ নভেম্বর) দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এ তালিকা দেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাজোটের সঙ্গে নির্বাচন করার কথা থাকলেও এককভাবে এসব প্রার্থী দেয়া হলো।

প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া ময়মনসিংহ-৪ ও ৭ আসনে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, লালমনিরহাট-৩ আসনে দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচন করবেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লড়বেন চট্টগ্রাম-৫ আসনে, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ, কক্সবাজার-৩ আসনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রংপুর-১ আসনে মশিউর রহমান রাঙ্গা, কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু, নাসরিন জাহান রত্না লড়বেন বরিশাল-৬ আসনথেকে।

নীলফামারী-৪ আসনে দুজন প্রার্থী রেখেছে দলটি। শওকত চৌধুরী বা আদেলুর আদেল লড়বেন এ আসন থেকে। কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৬ আসনে নূরুল ইসলাম ওমর, পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৫ আসনে সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম।

ঢাকা-৪ আসনের আবু হোসেন বাবলা, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মেজবাহ, সিলেট-২ আসনে ইয়াহহিয়া চৌধুরী, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, কুমিল্লা-২ আসনে আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা-৮ আসনে নুরুল ইসলাম মিলন, খুলনা-১ আসনে সুনীল শুভরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হওয়া লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩, মাসুদ পারভেজ (সোহেল রানা)/ ক্যাপ্টেন (অব.) এম. মোয়াজ্জেম হোসেন বরিশাল-২, আলহাজ আতিকুর রহমান হবিগঞ্জ-১, ব্যারিস্টার দিলারা খন্দকার গাইবান্ধা-৩, রেজাউল ইসলাম ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া-২, পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-২, শাহরিয়ার জামিল কুষ্টিয়া-১, মো. আবু তালহা নাটোর-১, দেলোয়ার হোসেন দিনাজপুর-৬, আশরাফ-উদ-দৌলা কুড়িগ্রাম-৪, মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামী জোট) নোয়াখালী-১, আবুল হোসেন রাজশাহী-৫, আজাহার হোসেন সাতক্ষীরা-২, সফিকুল ইসলাম সেন্টু ঢাকা-১৩, আলহাজ মিজানুর রহমান বরগুনা-২, মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৬, মেজর (অব.) খালেদ আখতার লালমনিরহাট-১, সোলায়মান আলম শেঠ পার্বত্য খাগড়াছড়ি, জাফর ইকবাল চৌধুরী নীলফামারী-১, মো. হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও-৩, এইচ. এম. গোলাম শহীদ রঞ্জু গাইবান্ধা-৫, ফারুক কাদের নীলফামারী-৩, এম. এ. কুদ্দুস খান ঝালকাঠি-১, হাজী মো. ইলিয়াস কক্সবাজার-১, শফিউল্লাহ আল মনির টাঙ্গাইল-৫, সোমনাথ দে বাগেরহাট-৪, শফিকুল ইসলাম মধু খুলনা-৬, মজিবুর রহমান সেন্টু নাটোর-২, মো. আজম খান নরসিংদী-২, ইকবাল হোসেন রাজু কুমিল্লা-৪, অ্যাড জহিরুল হক যশোর-৪, কাজী মামুনুর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৫, দিদারুল আলম দিদার চট্টগ্রাম-৪, মিল্টন মোল্যা নড়াইল-১, শংকর পাল হবিগঞ্জ-২, জহিরুল ইসলাম জহির টাঙ্গাইল-৭, মোস্তফা সেলিম রংপুর-৪, অ্যাড. তোফাজ্জল হোসেন নওগাঁ-৩, আব্দুস সবুর আসুদ ঢাকা-৫, আবুল কাশেম রিপন জয়পুরহাট-২, আলহাজ মো. মহিবুল্লাহ কক্সবাজার-২, মো. ইলিয়াস উদ্দিন শেরপুর-১, মো. নেওয়াজ উদ্দিন ভূইয়া নরসিংদী-৪, কাজী আশরাফ সিদ্দিকী টাঙ্গাইল-৮, সৈয়দ দিদার বখত সাতক্ষীরা-১, আসাদুজ্জামান চৌধুরী (শাবলু) রংপুর-২, এস. এম. ফখর-উজ জামান রংপুর-৫, আ. স. ম মোক্তাদির তিতাস জয়পুরহাট-১, গোলাম মোস্তফা বাবু বগুড়া-১, রাহেলা পারভীন শিশির গাজীপুর-৫, ডা. মো. এনামুল হক নওগাঁ-৪, আলাউদ্দিন মৃধা নাটোর-৪, শেখ মো. সিরাজুল ইসলাম মুন্সীগঞ্জ-২, শাহাবুদ্দিন বাচ্চু রাজশাহী-৩, ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন ঝিনাইদহ-৩, অধ্যাপক দেলোয়ার হোসেন ঢাকা-৯, মোবারক হোসেন আজাদ নোয়াখালী-৪, মোস্তফা আল মাহমুদ জামালপুর-২, অ্যাড. জুলফিকার হোসেন দিনাজপুর-২, সেকেন্দার আলী মনি বাগেরহাট-৩, মোস্তাকুর রহমান মোস্তাক ঢাকা-১৪, জসীম উদ্দিন ভূইয়া নেত্রকোনা-৩, ফজলে এলাহী সোহাগ নোয়াখালী-৩, ওসমান আলী সাতক্ষীরা-৪, জহিরুল আলম রুবেল মানিকগঞ্জ-৩, এম. এ. মান্নান মানিকগঞ্জ-১, তারেক আহমেদ আদেল ঢাকা-৭, গোলাম কিবরিয়া টিপু/ফখ্রুল আহসান শাহজাদা বরিশাল-৩, মনিরুল ইসলাম মিলন চাঁদপুর-৪, মোঃ. হাসান মঞ্জুর নোয়াখালী-২, লুতফর রেজা খোকন কুমিল্লা-৭, মো. শাহীনুর ইসলাম দিনাজপুর-১, অ্যাড. নাসিম উদ্দিন বায়েজিদ নোয়াখালী-৬, মাওলানা সাইফুল ইসলাম পটুয়াখালী-৩, আনোয়ার হোসেন পটুয়াখালী-৪, অ্যাড. এ কে এম মর্তুজা আবেদিন বরিশাল-৫, আবু সালেহ পঞ্চগড়-১, কাজী মো. মশিউর রহমান গাইবান্ধা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই তালিকার বাইরেও ১০৯টি আসনে জাতীয় পার্টি দলগতভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী। তিনি বলেন, জোটগতভাবে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। সারাদেশে ২২০ আসনে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছি।

এইউএ/আরএস/এমএআর/পিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।