দ্বিতীয় দিনের মতো চিঠি দিচ্ছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার মনোনয়নপ্রাপ্তদের দ্বিতীয়দিনের মতো চিঠি দেয়া শুরু করেছে বিএনপি।

আগের দিনের মতো আজও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈকি কার্যালয় থেকে চিঠি সংগ্রহ করছেন মনোনয়নপ্রাপ্তরা।

এরআগে গতকাল বগুড়া ৬ , ৭ ও ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করে বিএনপি।

গতকাল যে আসনগুলোতে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে এর বেশ ক’টি আসনে দেখা গেছে দুই বা ততোধিক মনোনয়ন প্রত্যাশীকে চিঠি দেয়া হয়েছে। গায়েবি মামলা-পুলিশি হয়রানি ঠেকানোসহ কৌশলগত কারণে একাধিক প্রার্থী দেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

দ্বিতীয় দিনে যারা মনোনয়ন পেলেন- গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ কাজী খায়রুজ্জামান শিপন, মাদারীপুর-৩ আনিছুর রহমান তালুকদার খোকন, ময়মনসিংহ-৪ আবু জাফর মো. খোকন, ময়মনসিংহ- ১১ ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ আমিন সরকার।

কেএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।