মহাজোটের সঙ্গে আলোচনা শেষে জাপার প্রার্থী চূড়ান্ত হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, `প্রাথমিকভাবে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি। পরবর্তীতে মহাজোটের সঙ্গে আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।’

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে জোটগতভাবেই নির্বাচন করবে বলেও জানান রুহুল আমিন হাওলাদার।

প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও আজ তা প্রকাশ করা হবে না। দু-একদিনের মধ্যে তালিকা ঘোষণা করা হবে বলে জানান রুহুল আমিন। সংবাদ সম্মেলন চলাকালে তিনশ আসনে প্রার্থী চেয়ে হট্টগোল শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসচিব উঠে চলে যান।

মহাজোটগতভাবে জাপা কয়টি আসন পেয়েছে- সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি রুহুল আমিন।

মহাজোটের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে জোটের তালিকা প্রকাশ করবেন বলেও জানান জাপা মহাসচিব।

এমইউএইচ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।