মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেয়া শুরু করেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি দেয়া হচ্ছে।

যারা মনোনয়ন পেয়েছেন

ঢাকা-১৩ আসনে সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, চাঁদপুর-৩ ডাক্তার দীপু মনি, বাগেরহাট-১ শেখ হেলাল, মাদারীপুর-২ শাজাহান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, ঢাকা-১০ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান গোলাপ, কুমিল্লা-১১ মুজিবুল হক, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, দিনাজপুর এক মনোরঞ্জন শীল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, কুষ্টিয়া-৩ মাহবুব-উল আলম হানিফ।

AL-3

কুমিল্লা-৭ অধ্যাপক আলী আশরাফ, গাজীপুর-৪ শিমিন হোসেন রিমি, খুলনা-২ আসনে শেখ জুয়েল, রাজশাহী-৪ এনামুল হক, ভোলা-২ আলী আজম, শরীয়তপুর-২ এনামুল হক শামীম, ঢাকা-৩ নসরুল হামিদ বিপু, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১১ এ কে এম রহমতউল্লাহ, চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কিশোরগঞ্জ-২ পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, নাটোর-৪ আব্দুল কুদ্দুস, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, পটুয়াখালী-৩ এস এম শাহজাদা সাজু, জামালপুর-৫ ইঞ্জিনিয়ার মোজাফফর/রেজাউল করিম হিরা, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, যশোর-১ শেখ আফিল উদ্দিন, গাইবান্ধা-২ মাহবুব আরা গিনি।

ফরিদপুর-৪ কাজী জাফরুল্লাহ, নরসিংদী-৩ জহিরুল হক ভূঁইয়া মোহন/সিরাজুল ইসলাম মোল্লা, নেত্রকোনা-৩ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা-৭ হাজী মোহাম্মদ সেলিম/ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, পাবনা-১ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ জেবুন্নেসা আফরোজ/কর্নেল জাহেদ ফারুক, ঢাকা-১ ব্যাবসায়ী নেতা সালমান এফ রহমান, সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা-৩ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম/মসিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, বান্দরবান আসনে বীর বাহাদুর উ শৈ সিং।

খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ,খুলনা-৬ আকতারুজ্জামান বাবু, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আলী আজগর টগর, শেরপুর-৩ এ কে এম ফজলুল হক, ঝিনাইদহ-৪ মো. আনোয়ারুল আজীম (আনার), শরিয়তপুর-১ মো. ইকবাল হোসেন, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, নাটোর-৩ জুনায়েদ আহমেদ পলক, বাগেরহাট-২ শেখ তন্ময়।

ফরিদপুর-১ মঞ্জুর হোসেন বুলবুল, লক্ষ্মীপুর-৩ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল/মো. গোলাম ফারুক, সিরাজগঞ্জ-৩ ডা. আব্দুল আজিজ, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা/কাজী মনিরুল ইসলাম মনু, নীলফামারী-১ আফতাবউদ্দিন সরকার, নেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরু, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, কুড়িগ্রাম-৪ মো. জাকির হোসেন, চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান মিতা, বাগেরহাট-৪ আসনে মো. মোজাম্মেল হোসেন, পাবনা ২ আহমেদ ফিরোজ কবির, মাদারীপুর-১ নূর-ই আলম চৌধুরী (লিটন)।

বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে উক্ত নেতারা দলীয় মনোনয়ন পেয়েছেন।

চূড়ান্ত তালিকা দেখতে ক্লিক করুন

এইউএ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।