দেশকে ধ্বংস করতে চেয়েছিল একটি মহল : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ১৯৭৫’র ১৫ আগস্ট দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। ধর্মের নামে জঙ্গি তৎপরতার উস্কানি দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল একটি মহল।
মঙ্গলবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন। নারায়ণ চন্দ্র চন্দ বঙ্গবন্ধুর আদর্শে মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল উন্মোচন করেন।
তুষখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুর রহমান গোলদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা পুলিশ সুপার আবু আশ্রাব, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান হাওলাদার ও আ’লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
তুষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মো. শাজাহান হাওলাদার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া এ ম্যুরালটি নির্মাণ করেন।
ম্যুরালটিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি কবিতা। বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্থপতি ছিলেন সেটিই বর্তমান ও ভবিষৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য এ ম্যুরালটি তৈরি করার মূল লক্ষ্য বলে ইউপি চেয়ারম্যান শাজাহান জানান।
হাসান মামুন/বিএ