সুষ্ঠু নির্বাচনের ওপর তারেকের ভবিষ্যৎ : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২০ নভেম্বর ২০১৮

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ওপর তারেক রহমানের ভবিষ্যৎ নির্ভর করছে। নইলে তারেকের ভবিষ্যৎ নেই। তাই সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

জাফরুল্লাহ বলেন, ‘যত অত্যাচারই হোক, শপথ নিতে হবে ভোটের ময়দান ছাড়া যাবে না। কোনো কাগজে সই করবো না। নিজে না পারলে, নিজের মা-বোনকে দাঁড়াতে হবে। জনগণ কি চাচ্ছে, সরকারসহ সবাই জানে। ৩০ ডিসেম্বর সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার মধ্যে আমরা তারেক রহমানের জন্মদিন পালন করছি। দেশে বিচার নেই। বিচারকরা চোখ বন্ধ করে আছেন।’

বিএনপি নেতা খন্দকার মাহবুর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন প্রমুখ।

এফএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।