পুলিশ-ইসি-নির্বাচনের পরিবেশ নিয়ে বৈঠকে ঐক্যফ্রন্ট
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ, নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ও নির্বাচনের পরিবেশ নিয়ে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়কারী বরকত উল্লা বুলু।
সমন্বয়কারী বরকত উল্লা বুলু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বৈঠকে আলোচনা হবে। আপনারা দেখতে পাবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) খুললে একটি দলের বিজ্ঞাপন প্রচারণা দেখা যায়, এমনকি নির্বাচন কমিশন, পুলিশও নিরপেক্ষ ভূমিকায় নেই। এমতাবস্থায় আমরা আগামী দিনের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছি।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন সরকারি প্রিজাইটিং অফিসারদের ফোন দিয়ে রাজনৈতিক পরিচয় চেয়ে হয়রানি করছে পুলিশ, আমাদের প্রতি কেন্দ্রের ১০ জন করে পোলিং এজেন্টদের তালিকাও চেয়েছে তারা। আমরা নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এছাড়া এখনও পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো তৎপরতা দেখছি না। এই পরিবেশে কীভাবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা আলোচনা করব।
সভায় সমন্বয় কমিটির আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, এটিএম গোলাম মাওলা, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, মোশতাক আহমেদ, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, মো. জানে আলমসহ মোট ১৬ জন অংশ নিয়েছেন।
এআর/জেএইচ/পিআর