শুভ্রা মুখার্জীর মৃত্যুতে রওশন এরশাদের শোক


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৮ আগস্ট ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জী’র মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের যশোর জেলায় জন্ম গ্রহণ করা প্রয়াত শুভ্রা মুখার্জী সংস্কৃতিমনা ছিলেন। রবীন্দ্র সঙ্গীতে তালিম নেয়ার পাশাপাশি ভারত, ইউরোপসহ একাধিক রাষ্ট্রে পারফর্ম করে সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি।

বিরোধীদলীয় নেতা প্রয়াত শুভ্রা মুখার্জী’র আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুভ্রা মুখার্জী (৭৪) মঙ্গলবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৭ আগস্ট শাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।