বিকল্পধারার মনোনয়ন ফরম কিনেছেন ১৩৭ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ ও জমা নেয়া পুরোদমে চলছে। রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ১৩৭ জন মনোনয়ন ফরম তুলেছেন। গত ১৩ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেয়া শুরু হয়েছে।

বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম জানান, রোববার রাত ৮টা পর্যন্ত বাড্ডার নির্বাচনী কার্যালয় থেকে মোট ১৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং ২০ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ সম্পন্ন হবে।

রোববার সন্ধ্যায় মনোনয়ন ফরম জমা দেন বিএনপি থেকে বিকল্পধারায় সদ্য যোগ দেয়া সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসনের ডা. রফিকুল ইসলাম চৌধুরী, বিকল্পধারার প্রবাসীবিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর), বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মিছবাহ জামাল সিলেট-১ (সিলেট সদর) এবং ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ব্রাক্ষণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)।

এএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।