‘নির্বাচনে আওয়ামী লীগের বিজয় গুরুত্বপূর্ণ’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য আওয়ামী লীগের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু পরিষদ কেন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি আবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সুগভীর ষড়যন্ত্র করছে। এ অপশক্তি শেখ হাসিনার সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করতে চায়। তাই আওয়ামী লীগের জন্য এ নির্বাচন কঠিন পরীক্ষা। ফলে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন খুবই জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তিনিই বাংলার দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের কারিগর।

সংগঠনের সভাপতি ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালিম চন্দ্র বর্মন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, কৃষি ব্যাংকের ডিএমডি ড. লিয়াকত হোসেন মোড়ল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. ফরহাদ হোসেন, পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. আনোয়ারা বেগম, জগন্নাথ হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. অসীম সরকার প্রমূখ।

এফএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।