বিএনপির কাছে দুই আসন দাবি লেবার পার্টির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ এএম, ১৫ নভেম্বর ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের কাছে দুইটি আসন দাবি করেছে তাদের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খানের কাছে পিরোজপুর-২ আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বরগুনা-২ আসনে সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমানর মনোনায়নপত্র জমা দেন।

লেবার পার্টির চেয়ারম্যান এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এ সময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভাইস চেয়ারম্যান ও পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম,সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, আন্তর্জাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী ও ছাত্রমিশনের সিনিয়র সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।