যুক্তরাষ্ট্রে চিকিৎসা জটিলতায় ফখরুল


প্রকাশিত: ০৩:০১ এএম, ১৮ আগস্ট ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য গত ১২ আগস্ট সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতাল এবং লং আইল্যান্ডের একটি হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, তার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ৯৫% ব্লক হয়ে পড়েছে। সেখানে রিং লাগানো সম্ভব নয়। অন্যদিকে তার শারীরিক অবস্থা যেভাবে দুর্বল হয়ে পড়েছে, সে অবস্থায় সার্জারি করাও ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে কী করা সমীচীন তা নিয়ে আরও পরামর্শ করার জন্য ২৪ আগস্ট নিউইয়র্কের কর্নেল হাসপাতালে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের সঙ্গে আছেন তার স্ত্রী। জানা গেছে, ২৪ আগস্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রাক্কালে ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাবেন তিনি আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে।

এআরএস/পিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।