অবশেষ নয়াপল্টনে নির্বাচনী হাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ১২ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি।মনোনয়নপত্রের ফরম বিক্রি উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক সমাগমের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাদের নেতার দলীয় মনোনয়ন ফরম কিনতে ভিড় করছেন কার্যালয়ের সামনে।

নির্বাচনে যাওয়ার ঘোষণায় গতকাল রোববার থেকেই বিএনপির নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েেছে। সেই উৎসবের ঢেউ আজ (সোমবার) আঁছড়ে পড়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এবং এর আশপাশে। নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টন এলাকার সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজটের।

সোমবার সকালে সরজমিনে দেখা যায়, নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের কর্মী, সমর্থক ও উৎসুক জনতার ভিড়। বিএনপির কয়েক হাজার কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে দলীয় পতাকার রেপ্লিকা হাতে স্লোগান দিচ্ছেন। এর মধ্যে সকাল ১০টা ৫ মিনিটে দলীয় কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়।

কার্যালয়মুখী নেতাকর্মী-সমর্থকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপির নিজস্ব নিরাপত্তাকর্মীরা। নয়াপল্টন কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে কেবল মাত্র সিনিয়র নেতা আর মিডিয়া কর্মীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন তারা।

bnp-2

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে ঢাকা মহানগর বিএনপি নেতা এবং কেন্দ্রীয় নেতা রফিক শিকদার হাতাহতিতেও জড়ান। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন।

এদিকে কার্যালয়ের সামনে আসা প্রত্যেকেই মনোনয়ন প্রত্যাশীর সমর্থক পরিচয় দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ফলে কার্যালয়ে ঢোকার মুখে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। পরিস্থিতি শামাল দিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারাও চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দের জন্য ৩০ নভেম্বর ঠিক করা হয়েছে।

কেএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।