বান্দরবান ছাত্রদলে পাল্টাপাল্টি বহিষ্কার
বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতিকে সাধারণ সম্পাদক কর্তৃক বহিষ্কারের পর সভাপতি কর্তৃক সাধারণ সম্পাদককে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি সাবিকুর রহমান জুয়েলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ ব্যবসা, পর্ণগ্রাফি আইনে মামলা এবং সরকার বিরোধী আন্দোলনে না থাকার অভিযোগে তার বিরুদ্ধে এক সভায় অনাস্থা প্রদান করা হয়।
এছাড়া জেলা বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নসহ দলীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার এর অভিযোগ তোলা হয়। আর এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে জেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান দলীয় নেতারা।
বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে জেলা ছাত্রদলের দফতর সম্পাদক ফরহাদ হোসেন জিকু স্বাক্ষরিত আরেক বার্তায় জানা জানানো হয়, রোববার জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে ছাত্র সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ও সহ-সভাপতি হাবিবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরো জানান, জেলা ছাত্রদলে বি-শৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি ও হানাহানির জন্য ইন্ধন যোগানোর অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পৌর ছাত্রদলের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
## বান্দরবানে ছাত্রদলের সভাপতি বহিষ্কার
সৈকত দাশ/এআরএ/বিএ