মনোনয়ন জমা দিলেন খালিদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়ন ফরমটি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এর আগে রোববার সকালে খালিদ মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

খালিদ মাহমুদ দিনাজপুর-২ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

নির্বাচন প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কাকে ভোট দিয়ে পুনরায় দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

এইউএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।