জ্বালাও-পোড়াও করলে প্রতিহত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:৪৭ এএম, ১১ অক্টোবর ২০১৪

বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের সীমানা রেখা নির্ধারণে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়টি চূড়ান্ত হবে। সীমান্তে হত্যা কমে এসেছে। মরণাস্ত্র ব্যবহারের পরিবর্তে রাবার বুলেট ব্যবহার হচ্ছে।

নারায়ণগঞ্জে ৭ খুন ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি জটিলতায় নূর হোসেনকে আনতে বিলম্ব হচ্ছে। তবে, আলোচনা চলছে। যতদ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, ইয়াসিন আলী এমপি, সেলিনা জাহান লিটা এমপি, রংপুর বিভাগীয় রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।