বিকল্পধারার মনোনয়ন বিতরণ শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার মনোনয়ন বিতরণ শুরু আগামী সোমবার থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে।

শনিবার বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকল্পধারা বাংলাদেশ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ শুরু করবে ১২ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে, চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়ন ফরমের মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা। ফরম জমার সময় দিতে হবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

বিকল্প ধারার দফতর সম্পাদক আরও জানান, ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিকল্পধারার বাড্ডা নির্বাচনী অফিসে সব নির্বাচনী কার্যক্রম রীতিমত চলবে।

এইউএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।