বান্দরবানে ছাত্রদলের সভাপতি বহিষ্কার


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ আগস্ট ২০১৫

বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে বান্দরবান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ ব্যবসা, পর্ণগ্রাফি আইনে মামলা এবং সরকার বিরোধী আন্দোলনে না থাকার অভিযোগে তার বিরুদ্ধে এক সভায় অনাস্থা প্রদান করা হয়।

এছাড়া জেলা বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নসহ দলীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার এর অভিযোগ তোলা হয় । আর এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে জেলা ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান দলীয় নেতারা।

বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

সৈকত দাশ/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।