‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির পর স্থিতিশীল রয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১ মাসের বেশি সময় চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেছেন, ‘খালেদা জিয়ার শারিরীক অবস্থার উন্নতি হওয়ার পর এখন স্থিতিশীল রয়েছে।’

বৃহস্পতিবার বিএসএমএমইউ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া যেসব শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন, আমরা চেষ্টা করেছি তাকে সবগুলো চিকিৎসা দিতে। বিভিন্ন ইনভেস্টিগেশনের রিপোর্টও আমরা ভালো পেয়েছি। বর্তমানে ওনার অবস্থা স্থিতিশীল আছে। ওনার অসুস্থতায় যে সকল পরীক্ষা করা হয়েছিল সেগুলো বেশ ভালো পাওয়া গেছে। এ ছাড়া সিটি স্ক্যান রিপোর্টেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আমাদের মেডিকেল বোর্ড যদি মনে করা তার ফিজিও থেরাপি দেয়া প্রয়োজন তখন তারা তা দেবেন।’

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কারাগারে ঢোকে।

এএস/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।