ঐক্যফ্রন্টের রোডমার্চ নিয়ে কাদেরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৭ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট রোডমার্চের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সংলাপ এখন শেষ, কাজেই এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে।

তিনি বলেন, পদযাত্রা এবং রোডমার্চের নামে কোনো প্রকার সহিংসতা বা নাশকতা করার চেষ্টা করলে আমরা কিন্তু চুপচাপ থাকব না। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু যেটা সহিংসতা, নাশকতা, অস্থিরতা, অশান্তির বিষয়- সেটা জনগণকে স্বস্তি দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, আগামীকাল জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে। পরদিন সেখানে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে।

এইউএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।