‘খালেদা নয়, শেখ হাসিনা কবে মুক্তি পাবেন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৬ নভেম্বর ২০১৮

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। খালেদা জিয়ার মুক্তির দরকার নেই। খালেদা নয়, আমাদের চিন্তা করতে হবে, শেখ হাসিনা কবে মুক্তি পাবেন?’

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন তিনি।

সদ্য জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া কাদের সিদ্দিকী আরও বলেন, ‘খালেদা জিয়া জেলে গিয়ে গণতন্ত্রের প্রতীক হয়েছেন। দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশকে বন্দি রাখা যায় না। তাই খালেদা জিয়াকে বন্দি রাখা যাবে না।’

বঙ্গবীর বলেন, ‘৭ মার্চ এই সোহরাওয়ার্দীর মাঠে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম। আজ বলে যাচ্ছি এ সোহরাওয়ার্দী উদ্যানে ড. কামালে নেতৃত্বে ঐক্যফ্রন্টের জনসভায় যুক্ত হয়েছি। গণতন্ত্র মুক্ত করে খালেদাকে মুক্ত করে ঘরে ফিরবো।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আল্লামা শফীর সঙ্গে বসেন, সমাবেশ করেন, আল্লামা শফী ভুললেও আমি কাদের সিদ্দিকী ভুলি নাই। শাপলা চত্বরে রক্তের স্রোত ভুলি নাই।’

‘বিএনপির বিরুদ্ধে অভিযোগ, তারা রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। এই অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগই প্রথম রাজাকার নুরুর গাড়িতে পতাকা তুলে দেয়। চাঁড়ালের কথার মূল্য আছে কাদেরের কথার মূল্য নেই’ বলেও ক্ষোভ প্রকাশ করেন কাদের সিদ্দিকী।

দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্মীদের সম্মিলিত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বিকেল ৩টার সভামঞ্চে উপস্থিত হন। এর আগে সভামঞ্চে উপস্থিত হন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, সুলতান মো. মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আবদুল মালেক রতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান প্রমুখ।

জেইউ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।