সংলাপে ষড়যন্ত্রের গন্ধ পেলে ভিন্ন কৌশল : মওদুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০১ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘একদিকে সংলাপ, একদিকে ব্যাপকভাবে গ্রেফতার। অপরদিকে খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে ১০ বছর বৃদ্ধি। এগুলো খুব ভালো আলামত বলে মনে হচ্ছে না।’

তিনি বলেন, 'আলামত যেহেতু ভালো মনে হচ্ছে না, সেহেতু সংলাপে কোনো ষড়যন্ত্রের গন্ধ পেলে আমরা ভিন্ন কৌশল নেব।'

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, 'ভেবেছিলাম বেগম খালেদা জিয়া খালাস পাবেন। কিন্তু ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে পাঁচ বছরের সাজা ১০ বছর করা হয়েছে।'

তিনি বলেন, 'আমরা এটা মানি না। আমাদের এ আন্দোলন চলবে। আজকে জাতি ঐক্যবদ্ধ, দেশের মানুষ একতাবদ্ধ হয়েছে। এ ঐক্যকে আরও মজবুত করতে হবে।’

কেএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।