নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপ চায় ন্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

শুধুমাত্র জাতীয় ঐক্যফ্রন্ট নয়, নিবন্ধিত সব দলের সঙ্গে সংলাপ চেয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

২০-দলীয় জোট থেকে সম্প্রতি বের হয়ে যাওয়া দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপের মাধ্যমেই আগামী দিনে দেশের অনেক সমস্যারই সমাধান হবে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেরিতে হলেও প্রধানমন্ত্রী যেভাবে সংলাপের দরজা খুলে দিয়েছেন তাতে আমরা বিশ্বাস করতে চাই সংলাপের সফলতার মাধ্যমেই আগামী দিনে দেশের অনেক সমস্যারই সমাধান হবে।’

তারা বলেন, ‘সংলাপ শুধুমাত্র একটি জোটের সঙ্গে সীমাবদ্ধ না রেখে এর পরিধি বাড়ানো উচিত। কারণ একটি জোট কোনোভাবেই গোটা জাতির প্রতিনিধিত্ব করে না। দেশের সব নিবন্ধিত দলগুলোর সঙ্গেও সংলাপে অংশ নেয়া প্রয়োজন, যা সংলাপকে শুধু অর্থবহ ও ফলপ্রসূই করবে না বরং একে শতভাগ জাতীয় রূপ দেবে-সর্বজন গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে।’

বিবৃতিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সম্মতি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

কেএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।