বিকল্পধারার প্রেসিডিয়ামে যুক্ত হলেন শমসের মবিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম আংশিক পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত প্রেসিডিয়ামে বিকল্পধারায় সদ্য যোগদানকারী শমসের মবিন চৌধুরী ও গোলাম সারোয়ার মিলনও রয়েছেন।

শনিবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারার গঠনতন্ত্রের ৪.১৪ ধারা বলে এ সদস্যদের বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেন।

পুনর্গঠিত প্রেসিডিয়ামের সদস্যরা হলেন- ১. অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী, (পদাধিকার বলে) ২. মেজর (অব.) আবদুল মান্নান, (পদাধিকার বলে) ৩. শমসের মবিন চৌধুরী, ৪. গোলাম সারোয়ার মিলন, ৫. মাহী বি. চৌধুরী, ৬. আবদুর রউফ মান্নান, ৭. অধ্যাপক আনোয়ারা বেগম।

পুনর্গঠিত প্রেসিডিয়ামের প্রথম বৈঠক আগামীকাল রোববার বেলা ১১টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবিতে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইউএ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।