অ্যান্ড্রয়েড আপডেটেও নিরাপত্তা সমস্যা


প্রকাশিত: ০৩:১১ এএম, ১৬ আগস্ট ২০১৫

অপারেটিং সিস্টেমের নিরাপত্তাজনিত সমস্যায় ঝুঁকির মুখে রয়েছেন শত কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। জানা গেছে, নিরাপত্তা ত্রুটি সমাধানে নিয়ে আসা অ্যান্ড্রয়েড আপডেটেও রয়েছে নিরাপত্তা সমস্যা। গবেষকরা জুলাইয়ে অপারেটিং সিস্টেমের ওই নিরাপত্তা ত্রুটির ব্যাপারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানিয়েছিলেন।

নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়াম এপ্রিলে প্রথম নিরাপত্তা ত্রুটিটি আবিষ্কার করে। ত্রুটিটির ফলে শুধু একটি ভিডিও মেসেজ পাঠানোর মাধ্যমেই হ্যাকাররা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সব ডেটা ও অ্যাপে প্রবেশ করতে পারবে।

জানা গেছে, জিমপেরিয়ামের পক্ষ থেকে গুগলকে এ সমস্যা সম্পর্কে জানানো হয় এবং ত্রুটি ঠিক করার লক্ষ্যে একটি প্যাচ দেয়া হয়। পরে গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণেও ওই প্যাচটি যুক্ত করেছিল।

তবে বৃহস্পতিবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাক্সিডাস ইন্টিলিজেন্স জানিয়েছে, আদতে নিরাপত্তা ত্রুটিটির কোনো সমাধান হয়নি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।