‘জনসভার ইশারা পেয়েও নাটক করছে ঐক্যফ্রন্ট’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২১ অক্টোবর ২০১৮
ছবি-ফাইল

সিলেটে জনসভার ইশরার পেয়েও জাতীয় ঐক্যফ্রন্ট ‘নাটক’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর শুক্রাবাদে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ এমন খবরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরানো অভ্যাস। এর আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঠিকই অনুমতি পেয়েছিল কিন্তু এটা নিয়ে নাটক করতে দ্বিধা করেনি। পুলিশ অলরেডি তাদের অনুমতির ইশারা দিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘এখানে (সিলেটে) বড় বড় নেতারা যাবেন, তাদের নিরাপত্তার বিষয় রয়েছে। পুলিশ একটু খতিয়ে দেখছেন। কিন্তু অনুমতির বিষয়ে তারা ইঙ্গিতও পেয়েছেন। অফিসিয়াল চিঠি দেয়ার আগ পর্যন্ত অহেতুক তারা নাটক করবে। এটা তাদের পুরানো অভ্যাস।’

কাদের আরও বলেন, ‘আমার তো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন- সভা-সমাবেশ তারা যেখানেই করতে চায় তাদের কোনো বাধা-নিষেধ থাকবে না, থাকার কথাও না।’

‘নির্বাচন কমিশন বিভক্ত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কমিশনের ভেতরে মতামতের বিষয়টি গোপনীয়। তারপরও তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এটাইতো গণতন্ত্রের বিউটি। নির্বাচন কমিশন বিভক্ত- বিষয়টি একে বারেই হাস্যকর।’

প্রসঙ্গত, আগামী ২৩ অক্টোবর সিলেটে জনসভার করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু সিলেট মহানগর পুলিশ তাদের এখনও জনসভা করার অনুমতি দেয়নি।

এইউএ/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।