পরীক্ষা দেয়া হলো না মাইকেলের


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০১৫

মাষ্টার্স ফাইনাল পরীক্ষা দেয়া ও বিয়ে করা হলোনা আদিবাসী যুবক প্রিন্স মাইকেল দাসের।  গির্জা ঘরের জায়গা ঘেরা দেয়াকে কেন্দ্র করে খুন হতে হলো তাকে।

তিনি সদর উপজেলার শিবরামপুর খিষ্ট্রান পাড়ার গোপাল দাসের ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স ফাইনাল বর্ষের ছাত্র।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রিন্স মাইকেল দাসের ভাবী জানায়, শিবরামপুর খিষ্ট্রান পাড়া গীর্জা ঘরের জায়গা ঘেরা দেয়াকে কেন্দ্র করে ভবেশ কর্মকারের ছেলে রাজ কুমার কর্মকারের ঝগড়া সৃর্ষ্টি হয়।  এ সময় রাজ কুমার কর্মকারের ছোট ভাই বাবলু কর্মকার প্রিন্স মাইকেল দাসকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।  এতে সে গুরুত্বর আহত হয়।  আহত অবস্থায় প্রিন্স মাইকেল দাসকে তার পরিবারের সদস্যরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভিাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোতয়ালি থানা পুলিশের ওসি একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।