সংবিধানের অালোকে যথা সময়ে নির্বাচন : নাসিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

অাওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যে যত কথাই বলুক, অার চক্রান্তকারীরা যত অান্দোলনই করুক, নির্বাচন যথা সময়ে হবে, সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। কোনো অান্দোলনই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। অার সংবিধানেও সে সুযোগ নেই।’

অাজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অায়োজিত ১৪ দলের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে ১৪ দলের নেতা দীলিপ বড়ুয়া, শেখ শহীদুল ইসলাম, শরীফ নুরুল অাম্বিয়া, ডা. ওয়াজেদুল ইসলাম, কামরুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, শাহাদাৎ হোসেন, অসীত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেনসহ কিছু সংখ্যক চক্রান্তকারী অান্দোলনের নামে মাঠে নামছে চক্রান্ত করার জন্য। এদের কোনো জনবল নেই, জনভিত্তি নেই। সুতরাং তাদের অান্দোলন সফল হবে না।

তিনি বলেন, ‘ব্যরিস্টার মইনুলকে এ জাতি ভালোভাবে চেনে। সে অাগে থেকেই ষড়যন্ত্রকারী। বঙ্গবন্ধুর হত্যাকারী মোশতাকের সঙ্গে হাত মিলিয়ে ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল। জিয়া চ্যারিটেবল এবং গ্যাস বিষয়ে এই মইনুল খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল। অাজ অাবার সেই মইনুল বিএনপির বুদ্ধিজীবী হয়েছে, তাদের সঙ্গে ঘোট পাকাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনারা সিলেটের শাহজালাল মাজার থেকে শুরু করবেন, তাদের জন্য শুভ কামনা রইল। অান্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা প্রসঙ্গে নাসিম বলেন, ওরা তো অনেক দিন ধরে ঘরেই অাছে। ১০ বছরে তারা ঘর থেকে বের হয়নি।

জোট সম্প্রসারণের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ১৪ দলীয় জোটের মুখপাত্র বলেন, ‘এ ব্যাপারে সিডিউল ঘোষণার পর নেত্রী সিদ্ধান্ত নেবেন।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘উনি সাংবিধানিক পোস্টে থেকে এভাবে কথা বলতে পারেন না। উনি ওনার শপথ ভঙ্গ করছেন।’

এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য শুভকামনা করেন এবং শুভেচ্ছা জানান।

এফএইচএস/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।