২০ দলীয় জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ন্যাপ-এনডিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ন্যাপ-এনডিপি।

মঙ্গলবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দল দুটির চেয়ারম্যান।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

এর আগে সকালে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আজ বিকেলে জাতীয় ঐক্য ফ্রন্ট, ২০ দলীয় জোটসহ চলমান রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একত্রে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠক শেষে জোট সমন্বয়কারী বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সম্প্রতি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা ও ১১ দফা লক্ষ্যের সঙ্গে একমত হয়েছে।’

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের আলোচনা নিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাদানুবাদ হয়েছে।

মোস্তফা ভূইয়া বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওয়ান ইলেভেন সরকার এবং সেই সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের প্রসঙ্গে বক্তব্য দিতে গেলে মির্জা ফখরুল তার বক্তব্য শেষ না করতেই দিয়েই তাকে বলেন, ‘এসব উঠিয়ে এখন দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। গণআন্দোলনে ব্যক্তি, দল, জোট, যে যেখান থেকে সমর্থন করবে সবাইকে আনতে হবে।’

কেএইচ/এসএইচএস/আরআইপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।