পল্লবীতে হিযবুত তাহরীর ৩ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৫ আগস্ট ২০১৫

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার জুম্মা নামাজের পর দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণকালে তাদের আটক পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (৩৩), ইউসুফ নুরানি (২৮), এ কে এম মুস্তাফিজুর রহমান ওরফে মুহিন (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান। তিনি জাগো নিউজকে বলেন, জুম্মা নামাজের পর পল্লবী ৬ নং সেকশনের কাচা বাজার সংলগ্ন জামে মসজিদে কয়েকজন যুবক নিষিদ্ধ ঘোষিত তাহরীর সদস্য দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করে।

 এ সময় ওই এলাকায় এসআই মুন্সি শহীদুল ইসলামের নের্তৃত্বাধীন টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে আটক করতে সমর্থ হয়।

পরে তাদের থানা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।