বিএনপি নিঃশেষের পথে : সুরঞ্জিত
বিএনপির দিন শেষ হয়ে গেছে। জঙ্গীবাদ সাম্প্রদায়িকতাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে না পারায় বিএনপি নিঃশেষের পথে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত "দারিদ্র্য বিমোচনে বঙ্গবন্ধু : ১৫ আগস্ট এবং আজকের বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সম্প্রতি মন্তব্যের সমালোচনা সুরঞ্জিত বলেন, উনি (খালেদা জিয়া) কোথায় খবর পেলেন সরকারের পতন হবে। দেশেতো কোন আন্দোলন নেই কিভাবে এই নির্বাচিত সরকারের পতন ঘটবে।তাহলে নিশ্চই তার কাছে কোন ষড়যন্ত্র আছে। আমার কাছেও খবর আছে তিনি (খালেদা জিয়া) তৃতীয়বার মত আন্দোলনে ফেল করে হ্যাট্রিক করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের প্রতি আহব্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করুন তিনি কিসের ভিত্তিতে সরকারের পতন ঘটানোর কথা বললেন।
আলোচনায় ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চক্রান্তের সঙ্গে জড়িত, গোপনে যাদের ইন্ধন ছিলো তাদেরকে খুজে বের করা সরকারের দায়িত্ব।
সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আবুল হোসাইন, কার্যকারী সভাপতি নূর উদ্দিন খান, সহ সম্পাদক ইসমাইল হোসেন প্রধান প্রমুখ।
আএসএস/এএইচ/পিআর