খালেদার চিকিৎসায় বুধবার নির্দেশনা দেবে মেডিকেল বোর্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৯ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চারজন সদস্য আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় তার সঙ্গে দেখা করবেন এবং চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। ইতোমধ্যে তার (খালেদা জিয়া) কী কী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে সে ব্যাপারে খোঁজ নেয়া হয়েছে। আজ থেকে তার ফিজিওথেরাপি দেয়া হতে পারে।’

খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি প্রসঙ্গে বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তির পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি জানিয়ে পরিচালক বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজ সকালে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। উনি (খালেদা জিয়ার) যেহেতু হাসপাতালে ভর্তি আছেন, তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ড. এম এ জলিল ও ড. সৈয়দ আতিকুল হক তার ব্যাপারে সাবজেল থেকে (খালেদা জিয়া হাসপাতালের যে কেবিনে আছেন, ওই এলাকাটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে) সব আপডেট তথ্য সংগ্রহ করেছেন।’

বিএসএমএমইউতে খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসা সেবা দেয়া সম্ভব জানিয়ে হারুন বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে রোগ (আর্থ্রাইটিস), সেই রোগের চিকিৎসার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে এখানে।’

এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘গত বিশ বছর ধরে তার (খালেদা জিয়ার) ডায়াবেটিস আছে। যদি উনাকে উন্নত চিকিৎসা দেয়া যায়, তাহলে উনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের নির্দেশে গত শনিবার (৬ অক্টোবর) বিকেলে নাজিমুদ্দিন রোডেন পুরনো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন।

কেএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।