বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি সিপিবি`র


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৫

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তারা।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নেতৃবৃন্দ বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। একই সাথে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উন্মোচন করে, ষড়যন্ত্রের সাথে যুক্ত সকলকে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা বাংলাদেশে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কিত সকল তথ্য-দলিল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।

‘৭২-এর সংবিধান’কে ‘অমূল্য সম্পদ’ ও ‘বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্রাজ্যবাদসহ দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল মহলের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হলেও, তার অমর কীর্তি অম্লান আছে ও থাকবে। বঙ্গবন্ধুর অমর কীর্তির মধ্যে অন্যতম হলো- মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র- এই চার নীতির ভিত্তিতে প্রণীত ’৭২-এর সংবিধান।

নেতৃবৃন্দ শিগগিরই ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তারা যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষে দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে অবিলম্বে যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

বিবৃতিতে জাতীয় শোক দিবসে জাতির জনকের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে নেতৃবৃন্দ নীতি ও আদর্শে অবিচল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারা সমুন্নত রাখার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।