বাংলাদেশ থেকে কর্মী নেবে অস্ট্রেলিয়া
মালয়েশিয়া ও সৌদি আরবের পর এবার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ায় আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, `অস্ট্রেলিয়াতে প্রচুর প্লাম্বার, বেকারি শ্রমিক, ডাক্তার, নার্স দরকার। তারা এসব ক্ষেত্রে দক্ষতাকে প্রাধান্য দিচ্ছে। বাংলাদেশ তৈরি থাকলে নতুন সুযোগ অপেক্ষা করছে অস্ট্রেলিয়াতে।` তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হতে পারে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, খুব শিগগিরই দুদেশের মধ্যে আলোচনা হবে।
এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ৬০ হাজার টাকা খরচ করে বৈধভাবে মালেশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব। তাছাড়া প্রশিক্ষণ নিয়ে মালয়েশিয়ার চেয়ে অারো কম খরচে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো হবে। এমন সুযোগ থাকার পরও কেন জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিবে আমার দেশের মানুষ? আমরা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চাই।`
তিনি বলেন, `অদক্ষ শ্রমিক বিদেশ গেলে দেশেরই বদনাম হয়। তাই দেশের প্রতিটি উপজেলায় প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। চট্টগ্রাম থেকে দেওয়া হবে স্মার্ট কার্ড, ফিঙ্গার প্রিন্ট, ব্রিফিং ও যাবতীয় ট্রেনিংও।`
এসকেডি/পিআর