রাজধানীতে ভোটের হাওয়া

ফজলুল হক শাওন
ফজলুল হক শাওন ফজলুল হক শাওন , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৪ অক্টোবর ২০১৮

সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের মতো রাজধানীতেও বয়তে শুরু করেছে নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লা, রেস্টুরেন্ট ও চায়ের দোকানে আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরুর কারণে সর্বত্র এমনটি পরিলক্ষিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিদিন রাজধানীতে চলছে গণসংযোগ। প্রতিদিনই কোনো না কোনো এলাকা নৌকা, নৌকা স্লোগানে মুখর হয়ে উঠছে। সেই সঙ্গে ভোটারদের হাতে দলের লিফলেট ধরিয়ে দিয়ে ভোট প্রার্থনা করছেন নেতাকর্মীরা।

সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিন গতকাল বুধবার (৩ অক্টোবর) সকালে ডা. দীপু মনির নেতৃত্বে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, মিরপুর বেনারশী পল্লী ১ নম্বর গেট, মিরপুর-১০ এলাকা এবং মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে গঠিত টিম জিরো পয়েন্ট, খদ্দর মার্কেট, রেলওয়ে মার্কেট, রমনা ভবন এলাকায় গণসংযোগ করেন। এছাড়া জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে বিকেলে আদাবর শম্পা মার্কেট এলাকা এবং আব্দুর রহমান এমপির নেতৃত্বে সন্ধ্যায় নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরও গত দুদিনে দুটি স্পটে বক্তব্য রাখেন।

গত কয়েকদিন ধরে রাজধানীর শান্তিনগর, ওয়ারী, মিরপুর, কলাবাগান, ধানমন্ডি, পল্টন, বায়তুল মোকাররম, মোহাম্মদপুর, শ্যামলী, উত্তরা ও আজমপুরে ‘উন্নয়নের মার্কা নৌকা’ এবং ‘নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান শোনা যাচ্ছে। নেতাকর্মীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন।

নেতারা ভোটারদের বলছেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে সহযোগিতা করুন। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন।

কলাবাগানে নেতারা ক্যাম্পেইন করে যাওয়ার পর লাজ ফার্মার পাশে আড্ডা দিচ্ছিলেন এলাকার কয়েকজন যুবক। তাদের হাতে আওয়ামী লীগের নির্বাচনী লিফলেট। আলোচনায় বোঝা গেলো তারা পরস্পরের বন্ধু। আলাপ করছিলেন নির্বাচন নিয়ে। একজন বলছিলেন, আবার নির্বাচন চলে এলো। আরেকজন বলছিলেন, ভোট চাওয়া শুরু হয়ে গেছে। মাঠে তো একদল ভোট চাচ্ছে। অপরজন বলে ওঠেন, বিএনপি নাকি এবারও নির্বাচনে আসবে না। তাহলে তো আওয়ামী লীগেরই জয়জয়কার। কারণ বিএনপি তো আন্দোলন করে তাদের দাবি আদায় করতে পারবে না। নির্বাচন সংক্রান্ত এমন ছোট ছোট আলোচনা বিভিন্ন মহলেই শুরু হয়ে গেছে। এটা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনের প্রচারণা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জাগো নিউজকে বলেন, ‘সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনমুখী দল সে কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী আগে থেকেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এক প্রশ্নের জবাবে জাগো নিউজকে বলেন, ‘সামনে আমাদের লক্ষ্য একটাই- সেটা হলো নির্বাচন। আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত করা এখন আমাদের প্রধান কর্তব্য। তাই রাজধানীসহ সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চলবে।’

এফএইচএস/এনডিএস/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।