খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে স্বজনরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০২ অক্টোবর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের ছয় সদস্য কারাগারে প্রবেশ করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।

পরিবারের ছয় সদস্য হলেন- খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দর, মরহুম সাইদ ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নি শাহিনা খান জামান, খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর ও ভাগ্নে ডা. মামুন।

উল্লেখ্য, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই প্রধানমন্ত্রী।

কেএইচ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।