‘দেশে পরিবর্তন কেউ রুখতে পারবে না’
দেশে একটি পরিবর্তন হবে যা কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বিকল্পধারা বাংলাদেশের সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করা হবে। আগামীর বাংলাদেশ হবে সুখ ও সমৃদ্ধির। এ সরকার কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি দেয়। বলে ফ্লাইওভার বানিয়ে উন্নয়ন দিচ্ছে। অথচ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র দিচ্ছে না তারা।’
তিনি বলেন, ‘ভোট ছিনিয়ে নেয়ার পরিস্থিতি আর হবে না। কারণ তরুণ সমাজ জেগে উঠেছে। তাদের আর দাবিয়ে রাখা যাবে না।’
প্রাক্তন এ রাষ্ট্রপতি বলেন, ‘এ কেমন গণতন্ত্র? উন্নয়নের কথা বলে গণতন্ত্রের কবর রচনা করছে? নিজেরা যখন খুশী যেখানে সেখানে সভা সমাবেশ করবে অথচ অন্যদের বাঁধা দেবে। একটি দেশে এ ধরনের অবস্থা অগণতান্ত্রিক, অব্যবস্থার নমুনা। এটা চলতে পারে না। দেশের মালিক জনগণ এটা ভুলে গেলে চলবে না। এ সরকার জনগণের ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই এ দেশের সন্তান। তাই দয়া করে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন। কোনো ধরনের ভয়ভীতির মধ্যে থাকবেন না। এ দেশ কোনো দালালের হতে পারবে না। কেউ দালালি করবেন না। দালালদের এ দেশ থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।’
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।
এইউএ/এএইচ/আরআইপি