‘তাদের সুষ্ঠু নির্বাচনের কথা মানুষ বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নির্বাচনে যারা অংশ নেয় না, নির্বাচনকে যারা বন্ধ করতে চায় তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানুষ বিশ্বাস করে না।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে’ কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, ‘নির্বাচনের বিকল্প অনেক কিছুর কথাই অনেকে বলেন, কিন্তু সে বিকল্প জনগণের মঙ্গল বয়ে আনে না। কিছু দিন আগেও যারা ওয়ান ইলেভেন চেয়েছিল তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানুষ বিশ্বাস করে না।’

বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘তারা নতুন চেহারায় জাতীয় ঐক্য করার ঘোষণা দিয়েছেন। তারা সমাজের সুবিধাভোগী। তারা সমবেত হয়েছে সাংবিধানিক ধারাকে নসাৎ করার জন্য।’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘যখন দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ফেলে দিয়েছিল তখন কামাল-বি. চৌধুরী-মান্না গংরা তাকে রক্ষার দায়িত্ব নিয়েছেন। এ চক্র ষড়যন্ত্রের চক্র। এ চক্রের হাত থেকে মানুষ ও দেশকে রক্ষা করতে হবে।’

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কর্মী সমাবেশ সঞ্চালন করেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।