বঙ্গবন্ধুর ঘাতকরা জিয়ার সঙ্গে কথা বলেই যাত্রা শুরু করেছিল


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১২ আগস্ট ২০১৫

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় ঘাতকরা জিয়ার সঙ্গে কথা বলেছিল। জিয়াই ছিলেন বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়া ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তার বীরত্বপূর্ণ কোন ঘটনার বিবরণ পাওয়া যায় না। কারণ তিনি বীরত্বপূর্ণ কোন ভূমিকা রাখেনি, তিনি (জিয়া) কার্যালয়ে থেকেই তার কার্যক্রম পরিচালনা করেছিলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল জড়িত। তাদের এই চক্রান্ত শুরু হয়েছিল ৬ দফা ঘোষণার পর থেকেই। বঙ্গবন্ধু হত্যার সাথে শুধু কয়েকজন মেজর বা আত্মস্বীকৃত সৈনিক জড়িত নয়, দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের সঙ্গে জিয়াউর রহমানও জড়িত।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন। পরবর্তীতে তাদের বিভিন্ন দূতাবাসে উচ্চপদে চাকরির ব্যবস্থা করেন।

সংগঠনের সভাপতি আরিফুজ্জামান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সালাহ উদ্দিন বাদল, ড. ইনামুল হক প্রমুখ।

আএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।