রাষ্ট্রযন্ত্রকে মেরামতের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে আওয়াজ তুলেছে রাষ্ট্রযন্ত্রকে মেরামতের, তার জন্য এই জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন।’

তিনি বলেন, ‘আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্য প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাই। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

মোশাররফ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে স্বৈরাচার ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। আজকে সারা বাংলাদেশের মানুষ এই জাতীয় ঐক্যের দিকে তাকিয়ে আছে। আজকের এই প্লাটফর্মের মাধ্যমে জনগণের মধ্যে জাতীয় ঐক্য ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের হাত থেকে মুক্ত করতে হবে দেশকে। এই সরকার স্বৈরাচার, বিনাভোটে, গায়ের জোরে আজকে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের তিনটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের বইয়ের লেখনী থেকে তার প্রমাণ পেয়েছেন। এই সরকার নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণ করে। আজকে তাই এই নির্বাহী বিভাগের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারছে। আমাদের ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যে পরিমাণ ভূতুড়ে মামলা হয়েছে এটা কোনো দেশে হতে পারে না। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে। তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘জাতির সামনে আজকে প্রধান প্রশ্ন এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে হবে। এদেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে কোন কোন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তা ইতোমধ্যেই আপনারা জেনেছেন।’

কেএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।