আমরা আপনাদের সঙ্গে আছি : মওদুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

 

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ড. কামাল হোসেন এবং ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর কাছে আমরা যেটা আশা করবো সেটা হলো ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আপনারা যৌথভাবে কাজ করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। ’

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আজকের এই দিনটিকে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নতুন মাইলফলক নতুন যাত্রা। আমরা আশা করছি, অচিরেই জাতীয় ঐক্য প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেয়ার জন্য।’
শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

মওদুদ বলেন, ‘পাঁচটি মূল দাবির ওপরে এখন একটা জাতীয় ঐক্যমত হয়েই গেছে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সংসদ বাতিল চাই তফসিল ঘোষণার আগে, সেনাবাহিনী মোতায়েন চাই ম্যাজিট্রেসি পাওয়ারসহ, পুনর্গঠন চাই নির্বাচন কমিশন এবং ইভিএম প্রথা বাতিল চাই।’

তিনি বলেন, ‘এই ব্যাপারে আজকে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে এর বাইরে আমরা যারা বিএনপি করি আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি তার সঙ্গে আরও যত নেতাকর্মী রাজনৈতিক কারণে কারাগারে আছেন তাদের সবার মুক্তি চাই।’

মওদুদ বলেন, ‘নির্বাচনের আগে আমরা চাইবো সবাই যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য আর নতুন গ্রেফতার করা চলবে না। এখন এই পাঁচটি দাবি নিয়ে এগিয়ে চলেছি। আমরা কিসের জন্য এগিয়ে চলেছি? আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। এই ১০ বছরে নির্মম নিষ্ঠুর প্রশাসনের মাধ্যমে অপশাসন, কুশাসন এবং অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণে আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’

কেএইচ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।