বিরোধীরা সব জায়গায় সমাবেশ করতে পারবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ারর্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সমাবেশ করতে পারবে, কোনো বাধা দেয়া হবে না। এ কথা আমাদের প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন। তবে তারা সমাবেশ চলাকালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা দমন করবে।

তিনি বলেন, আমরা নৌকা ছেড়ে দিয়েছি। এই নৌকা ভাসতে ভাসতে ডিসেম্বরে বিজয়ের মালা পরবে।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে সাংগঠনিক সফরের গাড়ি বহর ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৮টায় গাড়ি বহরটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন বার্তা জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমরা এই যাত্রা শুরু করেছি। এটা আমাদের সাংগঠনিক সফরের নিয়মিত অংশ। চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভা করা হবে।

এফএইচএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।