কুড়িগ্রামে ছাত্রলীগের মানববন্ধন


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১২ আগস্ট ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ মানববন্ধন, স্মারকলিপি পেশ ও আলোচনা সভা করেছে। বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

পরে কলেজমোড়স্থ কুড়িগ্রাম সাধারণ পাঠাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল।

ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুজ্জামান সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, সহ-সভাপতি চাষী আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, আওয়ামী নেতা কাজিউল ইসলাম, ছানালাল বকসী, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, এস এম নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

বক্তারা জানান, ১৫ আগস্ট জাতির জনকের হত্যা ও জেলহত্যা বাঙালিদের জীবনে কলঙ্কের অধ্যায়। এই কলঙ্ক মুছে ফেলতে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর না করা পর্যন্ত জাতি কলঙ্কমুক্ত হবে না।

মো. নাজমুল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।