যেখানেই খালেদা, সেখানেই প্রতিহত : যুক্তরাজ্য আ.লীগ


প্রকাশিত: ০২:৩৯ এএম, ১২ আগস্ট ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফরে এলে তা সুখকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় খালেদা জিয়ার লন্ডন সফরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার উসকানি ও মদদে আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। পেট্রলবোমার আগুনে আহত অনেকে এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। আর তিনি নিজে চিকিৎসা নিতে লন্ডনে আসছেন। যেখানেই খালেদা, সেখানেই তাকে প্রতিহত করা হবে।

লিখিত বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ করে তারা বলেন, আপনি মানুষের লাশের ওপর দিয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে লন্ডনে আসবেন, এখানকার প্রবাসী বাঙালিরা আপনাকে স্বাগত নয়, ধিক্কার জানাচ্ছে।

খালেদা জিয়াকে ‘আগুনসন্ত্রাসী’ ও ‘জঙ্গিবাদের মদদদাতা’ বলে উল্লেখ করে তারা আরো বলেন, খালেদা জিয়াকে প্রতিহত করার মাধ্যমে বাঙালিরা প্রমাণ করবে যুক্তরাজ্য কোনো সন্ত্রাসীকে স্বাগত জানায় না।

উল্লেখ্য, চিকিৎসার জন্য লন্ডন যেতে ভিসার আবেদনপত্র জমা দেয়াসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আবেদনপত্র জমা দেন তিনি। তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সময়সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।