তারেকের তিন গাড়ি, আমার বোন চলে বাসে : শেখ হাসিনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেছেন, যেখানে তারেক রহমান চুরিচামারি করে তিনখানা গাড়ি চালায়, সেখানে আমার বোন এখনও বাসে চড়ে যাতায়াত করে। তিনি বলেন, আমাদের জন্য এটাই বাস্তবতা। আমাদের তো ওই ধরনের কোনো নিয়ত নেই। আমরা খাঁটি মানুষের জন্য। তারা অামাদের বিরুদ্ধে যত অপপ্রচারই চালাক না কেন আমি জানি সততার শক্তি অনেক বেশি।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে দুর্নীতির সঙ্গে আমার পুরো পরিবারকে জড়ানো হলো। আমি চ্যালেঞ্জ করলাম। তদন্ত হলো কিন্তু ফলাফল উল্টে গেল। এফবিআইএর তদন্তে তারেক রহমান মানি লন্ডারিং করেছে, টাকা কামাই করেছে- এটাই প্রমাণ হলো।

তিনি বলেন, বিএনপি তারপরও আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এরা চায় আওয়ামী লীগ যেন ক্ষমতায় না আসতে পারে। এরা চায় দেশটাকে ধ্বংস করতে। এরা কখনই বাংলাদেশের মানুষের ভালো চায় না। দেশের মানুষ ভালো থাকুক তা তারা চায় না।

এফএইচএস/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।