খালেদার বিষয়ে মেডিকেল বোর্ডের রিপোর্ট রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ড রোববার (১৬ সেপ্টেম্বর) রিপোর্ট দিবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

কারাগারে এক ঘণ্টার অধিক সময় ছিলেন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য। পরে কারাফটকে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা ওনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বোববার (১৬ সেপ্টেম্বর) বোর্ড সদস্যরা অফিসিয়ালি রিপোর্ট দেবেন।

কী সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘ওনার পূর্বের যে সমস্যাগুলো ছিল যেমন আর্থাইটিস, হাঁটুতে ব্যথা ও হৃদযন্ত্রে ব্যথা রয়েছে।’

দেশের বাইরে নেয়ার ব্যাপারে জানতে চাইলে সহকারী সার্জন বলেন, ‘এ বিষয়ে বোর্ডের মতামত ছাড়া কিছু বলা যাবে না।’

প্রেসক্রিপশন দিয়েছে কি-না জানতে চাইলে বলেন, ‘রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত হবে।’

স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটিও বোর্ডের রিপোর্ট অনুযায়ী জানা যাবে।’

কেএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।