খালেদার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা খারিজ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১১ আগস্ট ২০১৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে বরিশালে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এইচএম কবির হোসেন শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।   

বাদির আইনজীবী আজাদ রহমান জানান, বিএম কলেজ ছাত্র সংসদের আদলে গঠিত ছাত্রকর্ম পরিষদের মেয়াদোত্তীর্ণ ভিপি মঈন তুষার গত সোমবার এই মামলা দায়ের করেন। বাদি তার আরজিতে উল্লেখ করেছিলেন, তারা বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। কিন্তু তিনি ভুয়া তারিখ দিয়ে কথিত জন্মদিন পালন করে জাতিকে ব্যাথিত এবং বিভ্রান্ত করছেন। তাই ভুয়া জন্মদিন পালন না করার জন্য বাদী আদালতে নিষেধাজ্ঞা চেয়েছিলেন। আদালতের বিচারক মামলাটি আদেশের জন্য রেখে দেন।

তিনি আরো জানান, মামলা দায়েরের জন্য তাকে আইনজীবী নিয়োগ করে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন বাদী।

উল্লেখ্য, মামলায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ নম্বর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৭ নম্বর বিবাদি করা হয়েছিল।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।