গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


প্রকাশিত: ১০:২৪ এএম, ১১ আগস্ট ২০১৫

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আকরাম হোসেন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো সাতজন আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলছড়ি উপজেলায় পৃথক দুটি ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিরবাজার থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি  বাসের সঙ্গে কাকড়ার (স্থানীয় বাহন) ধাক্কা লাগে। এতে কাকড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এক শ্রমিক নিহত হন। এ সময় আরো চার শ্রমিক গুরুতর আহত হন।

অপরদিকে, গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমি এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন অটোযাত্রী গুরুতর আহত হন।

আহতরা হলেন, সাইয়েদ আলী, হালিমা খাতুন এবং অপর একজনের পরিচয় জানা যায়নি। এদের সকলের বাড়ি গাইবান্ধার পাড় দিয়ারা চরে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ বলেন, আকরাম ঘটনাস্থলেই মারা যান। বাকিদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।