শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১১ আগস্ট ২০১৫

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বাবুল হোসেন গাইন ওরফে বাবু গাইনকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবু গাইন উপজেলার গড়ইখালী গ্রামের কেসমত গাইনের ছেলে।

র‌্যাব-৬ খুলনার কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বাবু গাইনকে গ্রেফতার করে। বাবুর বিরুদ্ধে পাইকগাছা থানায় অস্ত্র, চাঁদাবাজী, সুন্দরবনে দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

বাবু গাইন দীর্ঘদিন ধরে পাইকগাছায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।