মানববন্ধন শেষে দুই শতাধিক নেতাকর্মী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন শেষে সারাদেশে এ পর্যন্ত দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

BNP

রিজভী বলেন, ‘সরকার সারাদেশে বিএনপিকে মানববন্ধনের অনুমতি দিলেও নেতাকর্মীদের আটক করার জন্য ওঁৎপেতে ছিল। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসা যাওয়ার পথে পুলিশ বিনা উসকানিতে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে। বিএনপির নির্বাহী কমিটির সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিনকে প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয়।'

BNP

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন মামুন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।

কেএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।